ধূমকেতু প্রতিবেদক : জেলা ও উপজেলা পর্যায়ে ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সরকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজশাহী মহানগর কৃষক লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, মহানগর কৃষক লীগের সভাপতি রহমত উল্লাহ সেলিম ও সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু।
সভায় বক্তব্য রাখেন, মহানগর কৃষক লীগের সহ-সভাপতি মুর্শিদ কামাল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগ সভাপতি জিয়াউর রহমান লিটন, মতিহার থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমনসহ মহানগর ও থানা কৃষক লীগ নেতৃবৃন্দ।
সব শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।