ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাগমারা উপজেলা শাখার গণসংযোগ সম্পাদক শ্রী প্রফুল্ল চন্দ্র সরকার পরলোক গমন করেন (দিব্যং লোকং স্ব গুচ্ছতু)।
তিনি বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শ্রী প্রফুল্ল চন্দ্র সরকার পরলোক গমন করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রফুল্ল সরকারের বাড়ি উপজেলার গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া গ্রামে। শ্রী প্রফুল্ল চন্দ্র সরকারের মৃত্যুতে উভয় সংগঠনের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।