ধূমকেতু প্রতিবেদক : রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ড্রিস্ট্রিক গভর্ণরের আগমণ উপলক্ষে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সকল রোটারিয়ান এবং অন্যান্য ক্লাবের রোটারিয়ান সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, ড্রিস্ট্রিক গভর্ণর রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নু ও ফার্স্ট লেডি রোটারিয়ান ফারহানা পারভিন জামান (পিএইচএফ), পিডিজি মুতাসিম বিল্লা ফারুকী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি (ওসিভি) এস কে ইমরান আহমেদ, ডিস্ট্রিক সেক্টেটারি আসিক ইকবাল টুটুল, ডিস্ট্রিক সেক্টেটারি আশরাফ হোসেন এবং রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট ড. আমিনুল ইসলাম, সেক্রেটারি একরাম হোসেন।

আরও উপস্থিত ছিলেন, ট্রেজারার মোজাম্মেল হক, রোটারিয়ান এ.আর. জোয়ারদার, প্যাট্রিক বিপুল বিশ্বাস, এম. এ. মান্নান খান, আবু ইসমাইল আজফার, ড. ডি.এম জহুরুল ইসলাম, তাপস কুমার মজুমদার, ইঞ্জিনিয়ার নাজমা রহমান, আবু সাঈদ নুরুল ইসলাম, অনু চৌধুরী, সোহেল সারোয়ার জাহান, সাইফুল ইসলাম, আরিফ হোসেন, আব্দুর রাজ্জাক, আমের সিদ্দিকীসহ অন্যান্য ক্লাবের সম্মানিত রোটারিয়ানবৃন্দ।
ইউটিউব ভিডিও :
পরে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ক্লাব এ্যাসেম্বলী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম চেয়ারের দায়িত্বে ছিলেন, রোটারিয়ান এম এ মান্নান খান এবং কো চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান সাইফুল ইসলাম ও রোটারিয়ান আব্দুর রাজ্জাক।
ফেসবুক ভিডিও :