ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার সময় বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়।
আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখা মোহনপুর “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নিতাই চন্দ্র, প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লাসহ শিক্ষার্থীরা।