ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১শ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুমাসপুর গ্রামে গাঁজাসহ এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, সুমাসপুর গ্রামের গোলাপ হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (৩০) ও গোকুল গ্রামের নাজিম উদ্দীন কবিরাজের পুত্র সুমন (২৭)।
জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের দিকনির্দেশনায় এসআই আলতাফ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সুমাসপুর গ্রামে গাঁজা লেনদেনের সময় প্রায় ১শ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি আব্দুর রহিম।