ধূমকেতু প্রতিবেদক, কেশরহাট : ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বাল্যবিবাহ প্রতিরোধে বাৎসরিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১ টার দিকে পৌরসভার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, অত্র পৌরসভার মেয়র শহিদুজ্জামান। সভাটি পরিচালনা করেন, ডেপুটি ম্যানেজার (এল,পি) সামাউল ইসলাম।
এসময় নির্বাচিত কাউন্সিলরগণ, কাজী, ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, এসোসিয়েট অফিসার (সেলপ) রোজিনা আক্তার।
সমন্বয় সভায় বাল্যবিবাহের কুফল ও শাস্তি, ব্র্যাকের আইনি সহায়তা, বিভিন্ন সভায় আলোচনা করে বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।