ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব রাজশাহী ও আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ক্লাব অফ পদ্মা এর যৌথ
উদ্যোগ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত। শুক্রবার সকাল ১০ টার দিকে তানোর থানার তালন্দ এ এন উচ্চবিদ্যালয়ে বিনামূল্যে ক্যাম্পে আয়োজন করা হয়। ক্যাম্পে দুস্থদের চক্ষু, স্বাস্থ্য এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তানোর ইউনো সুশান্ত কুমার মাহাতো ।
এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ন সভাপতি সোহেল সারোয়ার জাহান, রোটারিয়ন সদ্য প্রাক্তন সভাপতি তাপস কুমার মজুমদার, রোটারিয়ন এম এ মান্নান, রোটারিয়ন আরিফ হোসেন ,রোটারিয়ন ডা. জহুরুল ইসলাম, রোটারিয়ন অনু চৌধুরি,রোটারিয়ন একরাম হোসেন, লায়ন মামুন অর রশিদ সেক্রেটারি লায়ন্স ক্লাব অব রাজশাহী লায়ন এ কে মাসুদ লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন ইফতেখার, লায়ন মন্জুর রহমান খান লায়ন ডা. এস এম এ মান্নান, লায়ন সেলিনা খান সাথি লায়ন ড়ালিয়া, লায়ন নফিজ আহাম্মেদ নয়ন, লায়ন ডা. মাহবুবার রহমান ।