ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১ কোটি ৩ লাখ টাকা মূল্যের ১ কেজি ৩০ গ্রাম হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার রাত পৌনে ১২ টার দিকে নগরীর বেলপুকুর থানাধীন বাইপাস গোলচত্বরস্থ বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাদুরিয়া এলাকার মৃত মইনুলের ছেলে টিপু সলতান (৪০) ও নাটোর জেলার লালপুর থানাধীন নুরুল্লাপুর এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে রবিউল ইসলাম।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহীর বেলপুকুর থানাধীন বাইপাস গোলচত্বরস্থ বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ০১ কেজি ৩০ গ্রাম হেরোইন ও ২৮ বোতল ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ টাকা। এসময় তাদের কাছে থাকা ০২ টি মোবাইল, ০৩ টি সীমকার্ড, ০১ টি মেমোরীকার্ড, ০১ টি পিকআপ ও ০১ সেট যানবাহন নথিপত্র জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা মাদকদ্রব্য হেরোইন এবং ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে নাটোর জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।