ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : শিক্ষা নগরী রাজশাহীর প্রাণকেন্দ্র সিটি কর্পোরেশনের পশ্চিম পাশে কাদিরগঞ্জে স্বনামধন্য নির্মানকারী প্রতিষ্ঠান এনাগ্রুপের রাজশাহী শাখার নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যাধুনিক এই শাখা অফিসের ভিত্তিপ্রস্তর করেন এনাগ্রুপের চেয়ারম্যান, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, এনাগ্রুপের আঞ্চলিক ব্যবস্থাপক সারোয়ার জাহান, প্রধান প্রকৌশলী সুলতানুল ইসলাম, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, এনা গ্রুপের প্রকল্প ব্যবস্থাপক জগলুল হায়দারী, ম্যানেজার এডমিন আলফোর রহমান, ক্রয় কর্মকর্তা মাসুদ রানা, প্রকৌশলী সাখাওয়াত হোসেন সহ এনাগ্রুপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইতোপূর্বে একই স্থানে ৩ তলা বিশিষ্ট একটি পুরাতন অফিস থেকে এনাগ্রুপের আঞ্চলিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ভবনটি অনেক পুরাতন হওয়ায় সেটা ভেঙ্গে বহুতল বিশিষ্ট আধুনিক শাখা অফিস নির্মাণ করা হচ্ছে।