ধূমকেতু প্রতিবেদক : নবনির্মিত বায়তুল মামুর আহলে হাদীস জামে মসজিদের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার বাদ জুম্মা ফলক উন্মোচনের মাধ্যমে মহানগরীর দড়িখরবোনা এলাকাস্থ বহুতল জামে মসজিদটির উদ্বোধন মেয়র। এরআগে উক্ত মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মেয়র। অতীতের ন্যায় আগামীতেও মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি।
জামে মসজিদে প্রথম জুমার নামাজে ইমামতি, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা।
এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, মসজিদ কমিটির সভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ নভেম্বর বায়তুল মামুর আহলে হাদীস জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।