ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটিকে জেলা উশু এসোশিয়েশন ও শাওলিন উশু তাইচি কুংফু একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর রেলগেট মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে রাজশাহীর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবীসহ কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বাংলাদেশ উশু ফেডারেশনের যুগ্ম সম্পাদক, জাতীয় আন্তর্জাতিক প্রশিক্ষক, বাংলাদেশ সেনাবাহিনীর উশু প্রশিক্ষক, জেলা উশু এসোশিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক এবং শাওলিন উশু তাইচি কুংফু একাডেমীর পরিচালক শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক রতন, যুগ্ম সম্পাদক রাসেল জামান, যুগ্ম সম্পাদক নাজমীর আহম্মদ আমান, সাইফুদ্দিন ইসলাম, ফারুক হোসেন, জাতীয় উশু প্রতিযোগীতায় পদকপ্রাপ্ত মহিলা খেলোয়াড়বৃন্দ শ্রাবন্তি ইসলাম, আয়শা খাতুন, জেসমিন আক্তার, আয়শা আক্তার প্রমুখ।