ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কিশোর ফুটবল একাডেমির ৩০ জন ক্ষুদে ফুটবল খেলোয়াড়কে ৩০ জোড়া বুট প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বুধবার রাত ৯টায় নগর ভবনে ক্ষুদে ফুটবলারদের হাতে বুট তুলে দেন মেয়র। এ সময় ক্ষুদে ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
বুট প্রদানকালে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি সভাপতি আরমান পারভেজ ধুলু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান জেড, কোচ মাহমুদুল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
রাজশাহী কিশোর ফুটবল একাডেমি সভাপতি আরমান পারভেজ ধুলু জানান, একাডেমির প্রধান পৃষ্ঠাপোষক মেয়র। একাডেমিতে প্রায় ৭০জন ক্ষুদ খেলোয়াড় সহ মোট ২০০জন খেলোয়াড় আছে। ক্ষুদে ৭০জন খেলোয়াড়ের মধ্যে যাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদের ৩০জনকে বুট প্রদানের জন্য মেয়রকে অনুরোধ জানিয়েছিলাম। মেয়র আজ এসব ক্ষুদে ফুটবলারদের হাতে বুট তুলে দেন। এতে শিশু খেলোয়াড়রা অনেক আনন্দিত, আরো উৎসাহিত ও অনুপ্রাণিত হলো। বিগত ১০ বছর ধরে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে পৃষ্ঠপোষকতা করে আসছেন নগরপিতা।