ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ,বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা শাখার সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে ৯মে, ২০২১ হতে টানা প্রতিদিন অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাঈম রহমান নিবিড়।
এসময় রুয়েট গেট,তালাইমারী মোড়, তালাইমারী বাজার, অক্ট্রেয় মোড়, কাজলা, রুয়েটের অভ্যন্তরীণ সকল কর্মচারী, আনসার সহ প্রায় ৬০০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইফতার বিতরণের কার্যক্রমটি ২৬ রমযান থেকে শুরু করা হয় এবং তা প্রতিদিন অব্যাহত থাকে। এই কার্যক্রমটি শেষ রমযান পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়।