ধূমকেতু প্রতিবেদক : করোনা দ্বিতীয় ঢেউ বর্তমানে দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার-লফস করোনা মহামারী শুরু থেকেই সচেতনতা কর্মসূচীর পাশাপাশি ত্রাণ বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করছে।
এর ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও স্ক্যান বাংলাদেশ এর সহযোগিতায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সংস্থার উপকারভোগী শতাধিক শিশু সদস্যর মাঝে টয়লেট ক্লিনার ও মাস্ক প্রদান করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন পরিচ্ছন্নতার মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব। সবাইকে মাস্ক পড়ার আহŸান জানান এবং নিয়মিত নিজ বাসায় টয়লেটসহ বাড়ীর আঙ্গিনা পরিস্কার রাখার বিষয়ে সচেতন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লফস পরিবারের সদস্য সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, সুপারভাইজার টুম্পা পালসহ সুবিধাভোগী শতাধিক শিশু সদস্যরা।
সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়।