ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ এবং বৃক্ষরোপন করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে কোরআন খতম ও দোয়া মাহফিল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপন করা হয়।
কোরআন খতম ও দোয়া মাহফিল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকারসহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অনান্য নেতৃবৃন্দ।