ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রকল্প পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা হলরুমে বেসরকারী সংস্থা সচেতন আয়োজিত ইডোকোর সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিনা খাতুনের সভাপতিত্বে প্রকল্প পরিচিত সভায় ফ্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সুফিয়া খাতুন মিলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা রাশেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, শিক্ষা কর্মকর্তা মমতাজ মহল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান।
স¦াগত বক্তব্য দেন, সচেতন উপ পরিচালক আশিক হোসেন। সচেতন প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম,টেকনিক্যাল অফিসার রুমানা শারমিন, দেওয়ান ওমর ফারুক ও আসাদুজ্জামান প্রমূখ।
বেসরকারী সংস্থা সচেতন, ইডোকোর সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার পাকড়ী, রিশিকুল ও গোগ্রাম ইউনিয়নে বিভিন্ন ধরনের কাজ এর প্রকল্প অবহিত করা হয়।