ধূমকেতু প্রতিবেদক, রাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ড. স্বপন কুমার বালা আর নেই।
বুধবার বেলা ১২:৫০ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন একাউন্টিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান।
অধ্যাপকের মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন তিনি। মৃত্যুকালে তিনি হলিক্রস কলেজের শিক্ষিকা স্ত্রী, ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাসা গোপালগঞ্জ।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। এর আগে ড. স্বপন কুমার বালা ২০১৩ সালে পুঁজিবাজারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। ওই বছরের ১৫ এপ্রিল তিন বছরের জন্য ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ৩ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তার নিয়োগ অনুমোদন করে।
এ ছাড়া প্রফেশনাল কস্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।