ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক রিক্সাচালক নিহত হয়েছে। শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রিক্সাচালক হলেন নগরীর বোয়ালিয়া থানাধীন ওমুক এলাকার মৃত: জালাল শেখের পুত্র মিন্টু (৪৫)। এদিকে পরিবারের একমাত্র উপর্জনকারী ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
স্থানীয়রা ও বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান-২ জানান, মিন্টু পেশায় রিক্সাচালক। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গ্যারেজে রিক্সা জমা দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি হেতম খাঁ গোরস্থানের পূর্ব পাশের গেটের কাছে পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা ৩জন আরোহিসহ একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে সামনাসামনি ধাক্কা মারেন। এসময় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেয়ার আগেই গতকাল শনিবার ভোর পৌনে ৫টায় তিনি মারা যান। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। বোয়ালিয়া থানার জিডির মামলা নং-১১১২।
বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান-২ জানান, মোটরসাইকেল চালকদের পরিচয় জানা গেছে। মোটরসাইকেল চালাছিলেন কাটাখালি থানাধীন শ্যামপুর নগরপাড়া এলাকার মোজ্জাম্মেল হকের পুত্র সাগর। মাঝখানে বসেছিলেন একই এলাকার মৃত: আব্দুল হাই এর পুত্র রকি ও পিছনে বসেছিলেন শ্রী রনজিৎ এর পুত্র জয়। মোটরসাইকেল চালক ও আরোহীদের সবার বয়স ২০ বছর।
তিনি আরও বলেন, এব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।