ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন বছরের জানুয়ারিতে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৪৮৫ কোটি ৩ লাখ ৭০ হাজার (৪.৮৫ বিলিয়ন) ডলার বিদেশি মুদ্রা দেশে এনেছেন রপ্তানিকারকরা। বর্তমান বিনিময় হার (৮৬ টাকা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ৪১ হাজার ৭১৩ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা।
গত বছরে একই বছরের তুলনায় রপ্তানি ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ গত বছরের জানুয়ারির চেয়ে এই জানুয়ারিতে পণ্য রপ্তানি থেকে ৪১ দশমিক ১৩ শতাংশ বেশি বিদেশি মুদ্রা দেশে এসেছে। লক্ষ্যের চেয়ে আয় বেশি এসেছে প্রায় ২০ শতাংশ।
একক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে এই আয় দ্বিতীয় সর্বোচ্চ; আগের মাস ডিসেম্বরে একটু বেশি ৪৯০ কোটি ৭৭ লাখ (৪.৯০ বিলিয়ন) ডলার আয় হয়েছিল।
শুধু তৈরি পোশাক নয়, প্রায় সব খাতের আশার আলো জাগিয়ে ২০২১ সাল শুরু হয়েছে।
আর সবমিলিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসের (জুলাই-জানুয়ারি) হিসাবে ২৯ দশমিক ৫৫ বিলিয়ন (২ হাজার ৯৫৪ কোটি ৮৯ লাখ) ডলার রপ্তানি আয় দেশে এসেছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৩০ দশমিক ৩৪ শতাংশ বেশি।
রপ্তানি আয় প্রায় প্রতি বছরই বাড়লেও লক্ষ্যমাত্রা ছুঁতে পারে কমই। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। করোনার মধ্যেও দারুণ প্রবৃদ্ধির পাশাপাশি যতটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে বেশি হারে আয় অর্জিত হয়েছে।