ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই) খোলা থাকবে অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার। ওইদিন থেকে আগের নিয়ম ও সময়ে চলবে এসব অফিসের কার্যক্রম।
পূর্ণদিবস অর্থাৎ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
রবিবার (১০ জুলাই) ঈদ উদযাপন করেছে সারাদেশের মানুষ। সোমবার (১১ জুলাই) ঈদের ছুটি শেষ হচ্ছে।
প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি ছিল।
এর আগে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্পসংশ্লিষ্ট এলাকায় গত শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা ছিল।