IMG-LOGO

শুক্রবার, ৩রা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রজব ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লালমনিরহাটে সমন্বয়কের ওপর হামলায় গ্রেপ্তার ২‘মার্চ থেকে আমদানি-রপ্তানির সব কাজ অনলাইনে’‘শেখ হাসিনা আমার চরম ক্ষতি করেছে‘রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি‘আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না’গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭১ ফিলিস্তিনিবাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপি নেতা দিলীপ ঘোষেরঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ জনের প্রাণহানীফ্যাসিবাদী সরকার ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছেদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পধামইরহাটে সরকারি এম এম ডিগ্রি কলেজে চাকরি পেলেন ছাত্র আন্দোলনে শহিদ বায়েজিদের ভাইমোহনপুরে ইট ভাটা ও রাইস মিলে অভিযান, আড়াই লক্ষাধিক টাকা জরিমানাপোরশায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটকপোরশায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণবেনাপোল স্থলবন্দর শ্রমিকদের টাকা নিয়ে পলাতক যুবলীগ নেতা, সিটি ব্যাংক ঘেরাও।
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ‘মার্চ থেকে আমদানি-রপ্তানির সব কাজ অনলাইনে’

‘মার্চ থেকে আমদানি-রপ্তানির সব কাজ অনলাইনে’

ধমকেতু নিউজ ডেস্ক : আগামী মার্চ মাস থেকে আমদানি ও রপ্তানির সব কার্যক্রম পেপারলেস বা অনলাইনে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আংশিকভাবে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) চালু করেছে। রাতে রাজধানীর একটি হোটেলে বিএসডব্লিউ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা জানান।

আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ করার লক্ষ্যে এ উদ্যোগের অধীনে ৭টি কাস্টমস এজেন্সিকে একক প্ল্যাটফর্মে আনা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির পর থেকে আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট ১৯টি ডিপার্টমেন্টের যত ধরনের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আছে, এতে কোনো ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা যাবে না, সব অনলাইনে করতে হবে। অন্যথায় আমাদের হাতেও ইন্সট্রুমেন্ট আছে। আমাদের অর্থসচিব অনলাইনে আবেদন না হলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বরাদ্দ আটকে দেবেন।

তিনি বলেন, গত ১৫ বছরে ডিজিটাল করতে অনেক টাকা ব্যয় করা হলেও তা ফলপ্রসূ হয়নি। আমাদের ডিজিটালের গল্প শোনানো হয়েছে শুধু। যাত্রাবাড়ী থানা পুড়ে গেলো, কোনো ব্যাকআপ ডকুমেন্ট রইলো না। আমরা কার্যকর ডিজিটাল দেশ গড়তে অর্থায়ন করবো।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের মাধ্যমে আমাদের উপলব্ধি হয়েছে ডিজিটালের গুরুত্ব। সব নথিপত্র পুড়ে গেলো, কোনো ব্যাকআপ থাকলো না। অথচ বলা হয়েছিল দেশ ডিজিটাল হয়ে গেছে। স্মার্ট হয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি স্মার্ট বাংলাদেশ হয়েছে, আমরা উন্নয়নের হাইওয়েতে প্রবেশ করেছি। অথচ একটা থানার কাগজ পুড়ে যাওয়ায় অনলাইন না থাকায় তার হদিস পাওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিএসডব্লিউ-এর আওতায় এসেছে ৭টি সংস্থা। সেগুলো হলো- পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাকি ১২টি সংস্থাকে বিএসডব্লিউ-এর আওতায় আনা হবে। এর ফলে পুরো সিস্টেমটি সম্পূর্ণরূপে চালু হবে।

আরও জানানো হয়, ওই ৭ সংস্থা এরই মধ্যে তাদের অটোমেশন প্রক্রিয়া শুরু করেছে। এখন থেকে ব্যবসায়ীরা এ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব ধরনের প্রশংসাপত্র, লাইসেন্স এবং পারমিট পাবেন। ফলে কাগজপত্র সংগ্রহের জন্য আর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news