ধূমকেতু নিউজ ডেস্ক : ভ্যাট ফাঁকি দিলে শাস্তি হিসেবে জরিমানা দ্বিগুণের পরিবর্তে তা সমপরিমাণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মাধ্যমে জরিমানা অর্ধেক হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আইনে শাস্তি ও জরিমানার বিধান অতিরিক্ত কঠোর করা হলে অনেক ক্ষেত্রেই তা প্রায়োগিক জটিলতার সৃষ্টি করে এবং স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। সে কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এ জরিমানা ও সুদের হার কমানোর প্রস্তাব করছি।
এ জন্য ভ্যাট ফাঁকি, ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ জড়িত রাজস্বের ‘দ্বিগুণের’ পরিবর্তে ‘সমপরিমাণ’ করার প্রস্তাব করছি।
এছাড়া বকেয়া ভ্যাটের ওপর মাসিক সুদের হার ‘২ শতাংশের পরিবর্তে ১ শতাংশ’ করার প্রস্তাব করেছেন। এ ক্ষেত্রে বার্ষিক সুদের হার বর্তমানে বলবৎ ২৪ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ নির্ধারিত হবে।