ধূমকেতু নিউজ ডেস্ক : বুধবার পুঁজিবাজারে বড় উত্থানের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৯.১৯ পয়েন্ট বেড়ে ৬৯৩৬.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। যে সূচকটি আগের দিন বেড়েছিল ১৪৪ পয়েন্ট।
ডিএসইতে আজ ১ হাজার ২৪৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার।
ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৮টির দর বেড়েছে। দর কমেছে ১১৮টির এবং ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।