IMG-LOGO

শনিবার, ৩০শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইনজীবী সাইফুল হত্যা, ৩১ জনকে আসামি করে থানায় মামলাখালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ৭ বছর পর মামলার আবেদনশাহজালাল বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ আটক মালয়েশিয়ার নাগরিকগাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০০তামাকজাত দ্রব্যের ক্ষতিকরপ্রভাব ও প্রতিকার বিষয়ে রাজশাহীতেসাংবাদিকদের নিয়ে কর্মশালাবাঘায় রাষ্টীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালের দাফন সম্পন্নগোমস্তাপুরে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ভাবি আটককুষ্টিয়ায় লাশ আটকে পাওনা টাকা দাবিআরব আমিরাতে আরও ৭৫ বাংলাদেশির মুক্তিরাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০কাঁকনহাটে গণগবেষণা ও তথ্য অধিকারের চর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনীসিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াই, নিহত ২০০‘ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর’‘গত ৩ নির্বাচনে কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে’পোরশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ৭ বছর পর মামলার আবেদন

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ৭ বছর পর মামলার আবেদন

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের দুটি বাসে বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনায় আদালতে মামলার আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত আবুল কাশেম মিলন নামে এক ব্যক্তি। ঘটনার ৭ বছর পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফেনী আদালতে মামলার আবেদন করেন তিনি।

রোববার (১ ডিসেম্বর) এ বিষয়ে আদালত আদেশ দিতে পারেন বলে বাদী পক্ষের আইনজীবী জানান।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহর মহিপাল এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীরা খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে যমুনা পরিবহনের একটি বাস ও চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়।

ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার বাদী আবুল কাশেম মিলন ছাড়াও লক্ষ্মীপুর জেলার নেয়ামতপুর এলাকার বাসিন্দা আবদুল মালেক ড্রাইভার, বাঞ্ছানগর এলাকার ফারুক ড্রাইভার, নোয়াখালীর চরজব্বর থানার হাজীপুর এলাকার হেদায়েত উল্যাহ ড্রাইভার ও সুধারাম থানার চর শুল্লকিয়া এলাকার হারুনুর রশিদকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বাদী যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন আদালতে তার জমা দেওয়া আরজিতে এ মামলায় তৎকালীন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারসহ ২৮ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করেছেন।

মামলায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, ফেনী মডেল থানার তৎকালীন ওসি মো. রাশেদ খান চৌধুরী, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যা বিকম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খানকে আসামি করা হয়।

এছাড়াও ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার, লুৎফুর রহমান খোকন হাজারী, সিরাজুল ইসলাম, ফাজিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুল হক রিপন, শর্শদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম ভূঞা, পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ধলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সি, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পিটু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম মোহনকে আসামি করা হয়।

বাদী পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ফেনী সদর আমইল আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মো. শাফায়াতের আদালতে মামলাটি জমা দেওয়া হয়েছে। আগামী রোববার এ বিষয়ে আদালত আদেশ দিতে পারেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news