IMG-LOGO

মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় পিঠা বিক্রির ধুমশতফুল বাংলাদেশের কৃষি ইউনিটের আওতায় বাজার সংযোগ কর্মশালানাটোরে পলক ও শিমুলসহ ৪৪জনের বিরুদ্ধে জামায়াতের দুটি মামলাজাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্তআত্রাইয়ে গোয়াল ঘর থেকে ৫টি গরু-ছাগল চুরিভুয়া মুক্তিযোদ্ধা: হারাচ্ছেন সরকারি চাকরিফুলবাড়ীতে মদের ভাটি বসনোর প্রতিবাদে মতবিনিময় সভাপুকুরভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে স্মারক লিপি প্রদানআখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমাবদলগাছীতে নিয়ম না মেনে চাল বিতরণের অভিযোগ‘আমরা ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪মোহনপুরে বিএনপির আনন্দ মিছিল‘বিচার বিভাগ মানবাধিকার সুরক্ষায় বদ্ধ পরিকর’
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> নাটোরে পলক ও শিমুলসহ ৪৪জনের বিরুদ্ধে জামায়াতের দুটি মামলা

নাটোরে পলক ও শিমুলসহ ৪৪জনের বিরুদ্ধে জামায়াতের দুটি মামলা

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় আওয়ামী লীগ আমলের শেষের দিকে জামায়াতের নেতাকর্মীদের অজ্ঞাত মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে একের পর এক হাতুড়ি পেটার আলোচিত ঘটনায় মঙ্গলবার দুপুরে দুটি মামলা দায়ের করা হয়েছে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কারাবন্দী জুনায়েদ আহমেদ পলক ও আত্মগোপনে থাকা নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ৪৪জনের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নির্যাতিত দুই নেতা বাদী হয়ে এই দুটি মামলার আবেদন করেছেন। নলডাঙ্গা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা: ফজলুর রহমান বাদী হয়ে সাবেক এমপি শিমুলসহ ১৫জনের নামে এবং সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ২৯জনের নামে মামলার আবেদন করেছেন।

ডা: ফজলুর রহমান তার মামলায় বলেছেন, গত বছরের ২৬ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে তিনি মোটর সাইকেলে নিজের বাড়ি ফেরার পথে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে আসামীরা পথরোধ করে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। দীর্ঘদিন চিকিৎসা শেষে এখনো তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
অপর দিকে আব্দুর রাজ্জাক বাদী হয়ে করা মামলায় বলা হয়, বাদী একজন ইসলামী আলোচক। তিনি উপজেলার ছাতার বাড়িয়া শাহী জামে মসজিদের জালসায় আলোচক হিসেবে বক্তব্য রাখার সময় উপস্থিত প্রধান অতিথি তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ১৫আগস্টে নিহতদের নাম ধরে ধরে দোয়া করার নির্দেশ দেন। মোনাজাতে তিনি নাম ধরে ধরে দোয়া না করায় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জালসায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দেন। পরবর্তিতে পলকের নির্দেশে আসামীরা গত বছরের ১০ নভেম্বর শুক্রবার দুপুরে বাদী উপজেলার কালিগঞ্জ বাজার মসজিদে জুম্মার নামাজ পড়িয়ে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে তাকে উপজেলার রহিম উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশ থেকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। মাইক্রোবাসের মধ্যেই হেলমেট বাহিনীর সদস্যরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙ্গে গুরুতর জখম করে। পরে অচেতন অবস্থায় মৃত ভেবে বগুড়া জেলার নন্দীগ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রেখে যায়।

দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও আজ পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হন নাই। তার মামলায় পলক ছাড়াও পলকের শ্যালক অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল এবং পলকের ঘনিষ্টজন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলাকে আসামী করা হয়েছে। উভয় বাদী কোন কারণ ছাড়া তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে করা নির্মম নির্যাতনের তদন্ত করে উপযুক্ত বিচার দাবী করেছেন।

উভয় মামলা দায়েরের সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031