ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া সহ বেশ কিছু এলাকায় নিজেদের প্রয়োজনে বাড়ির আঙ্গিনায় আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জলপাই, চালতা, ডালিমসহ বিভিন্ন ফলের গাছের পাশাপাশি বারোমাসি আম গাছ লাগিয়েছেন অনেকেই। কিছুদিন যেতে না যেতেই আমের মুকুল ও আম ধরতে শুরু করেছে অনেকের গাছে।
উপজেলার বেশ কয়েকজন জানান, একের পর এক মুকুল আসছে ও সেই সাথে আমের গুটিও ধরতে শুরু করেছে। এখনো আম সেরকম বড় হয়নি।
তবে অসময়ে আম গাছে আমের মুকুল ও আমের গুটি দেখে খুবই ভাল লাগছে বলে জানান, উপজেলার গ্রামপাঙ্গাসী মিরের দেউলমূড়া গ্রামের রফিকুল ইসলাম। অসময়ে গাছে আমের মুকুল ও গুটি দেখে অনেকেই এ আমের চাষ করতে আগ্রহ পোষণ করেছেন।
এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজের ছাত্র নাহিদুল ইসলাম বলেন, বারোমাসি আম গাছ লাগানোর অনেক ইচ্ছা আছে আমার। হাট-বাজারে ভাল চাড়া ক্রয় করতে অনেক টাকা লাগে, ফলে ইচ্ছে থাকা সত্তেও লাগাতে পারছি না। সরকারিভাবে যদি বারোমাসি আমের চারা দিতো তাহলে লাগাতে পরতাম।
এদিকে ফরমালিনের হাত থেকে বাঁচতে নিজ নিজ উদ্দোগে বারোমাসি আমের চারাসহ বিভিন্ন ফলের গাছ লাগানো দরকার বলে মনে করেন উপজেলার সচেতন ব্যাক্তিরা।