ধূমকেতু প্রতিবেদক, মান্দা : কাঙ্খিত বৃষ্টির দেখা নেই দীর্ঘদিন। বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে চলছে না সেচ পাম্প। পানির অভাবে মাঠে হালচাষ করতে না পারায় পতিত অবস্থায় পড়ে আছে ফসলি জমি। এতে চলতি মৌসুমে আউশের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আউশ ধান মুলত: বৃষ্টিনির্ভর। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আউশ চাষের ভরা মৌসুম। কিন্তু এবছর বৃষ্টিপাত না হওয়ায় কৃষকেরা জমিতে হালচাষ করতে পারেনি। অনেক মাঠে সেচপাম্প চালু করা হলেও বিদ্যুতের লোডশেডিং এর কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। এসব কারণে এ মৌসুমে আউশ চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে।
কৃষকেরা বলেছেন, বোরো মৌসুমে সবধরণের সারের দাম প্রতিবস্তায় ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে। আউশ চাষের আগে প্রতিবস্তা সারের দাম আবারও ২৫০ টাকা করে বাড়িয়েছে সরকার। বৃষ্টি না হওয়ায় সেচকাজেও গুনতে হবে অতিরিক্ত টাকা। এ অবস্থায় বাড়তি খরচের বোঝা মাথায় নিয়েই আউশচাষে মাঠে নেমেছেন কৃষকেরা।
তারা আরও বলেন, আউশ ধানের চারা ২০ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপন করতে হয়। চারার বয়স বেশি হলে ধানের ফলন কমে যাবে। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৩০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুন) পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ১২৯০ হেক্টর। উপজেলায় এ মৌসুমে বিআর একুশ, ব্রি-ধান ৪৮, ৭৫, ৫৫, ৬৩ ও ৫৬ জাতের ধান চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলার নাড়াডাঙ্গা গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, চলতি মৌসুমে ১০ বিঘা জমিতে আউশ ধানের আবাদ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে আড়াই বিঘা জমিতে এ ধানের চারা রোপন করেন। অবশিষ্ট জমি এখনও পতিত অবস্থায় পড়ে আছে। বৃষ্টিপাত না হলে সেচের বাড়তি খরচ দিয়ে এ আবাদের চাষ করতে হবে।
নুরুল্লাবাদ গ্রামের কৃষক মনসুর রহমান বলেন, প্রতিবছর বৃষ্টির পানিতেই আউশ ধানের চাষ করা হত। বৃষ্টিপাত না হওয়ায় এবছর ফসলের মাঠগুলো খাঁ খাঁ করছে। তাই সেচ দিয়ে চলছে জমি চাষ। এতে বাড়তি খরচ গুনতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, মুলত: বৃষ্টির পানিতেই আউশ ধানের আবাদ হয়ে থাকে। কিন্তু এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাঠগুলোতে রোপন কাজ তেমন শুরু হয়নি। তবে সেচ দিয়ে আগামি সপ্তাহের মধ্যে পুরোদমে রোপন কাজ শুরু হবে।