ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দুই দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে হাজার হাজার একর আলুর জমি। কৃষকরা সকাল থেকে আলুর জমি থেকে পানি নিষ্কাসনের জন্য ছুটাছুটি করছেন। যদি দু-এক দিনের মধ্যে জমি থেকে পানি নিষ্কাসন না হয় তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে আলু চাষীদের।
অন্যদিকে এখনো অনেক জমি আলু রোপণের জন্য প্রস্তুত করে রেখে আলু রোপণ করতে পারছেন না আলু চাষীরা। ফলে টানা বৃষ্টির কারণে হতাশ হয়ে পড়েছেন তানোরের আলু চাষীরা।
জানা গেছে, গত বুধবার থেকে বৃহস্পতিবার ভোর রাত থেকে টানা বৃষ্টির কারণে এসব আলুর জমি ডুবে গেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন আলুর মাঠ সরেজমিনে ঘুরে দেখা যায়, আলুর জমিতে কৃষকরা পানি নিষ্কাসনের জন্য কোদাল দিয়ে জমির পানি কেটে বের করছেন। কেউ কেউ থালা দিয়ে জমি থেকে সেঁচে পানি নিষ্কাসন করছেন।
আলু চাষী আশরাফুল ইসলাম বলেন, তার ২২বিঘা আলুর জমিতে ব্যাপক বৃষ্টির পানি জমে গেছে। সকাল থেকে শ্রমিক দিয়ে জমি থেকে পানি নিষ্কাসন করা হচ্ছে। এরমধ্যে যদি আবারও বৃষ্টি হয় তাহলে আলু রক্ষা করা দায় হয়ে পড়বে।
পাঁচন্দর ইউপির যশপুর গ্রামের মিজানুর রহমান জানান, তার ৬বিঘা আলুর জমি বৃষ্টির পানিতে পুকুরে রুপ নিয়েছে। সকাল থেকে সেঁচে সেঁচে জমি থেকে পানি নিষ্কাসন করা হচ্ছে। আলুর গাছ গজাবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় কাজ করছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার তানোরে চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ হাজার ৫৫০ হেক্টর জমি। উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/