ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ,ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তের আয়োজনে কৃষি সম্প্রসারণ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক নজরুল ইসলাম।
কর্মশালায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু জাতীয় ফল খাবার পরামর্শ দেয়ার পাশাপাশি কৃষকদের বেশি বেশি লেবু জাতীয় ফলের চাষ করার পরামর্শ দেয়া হয়।
প্রশিক্ষন কর্মশালায় ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।