ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাডী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কাহাম তমাল, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার সাহানুর রহমানসহ আরো অনেকে।
এসময় উপজেলা ৭ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধান বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণ শেষে উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার সরকারের কৃষি বান্ধব এ কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews