ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : বর্ষার মাস পেরিয়ে শ্রাবণের শেষ সপ্তাহ। তারও দেখা নেই বৃষ্টির। খাল-বিল, মাঠ, ডোবায় ভরে উঠেনি পানি। ফলে ক্ষেত থেকে পাট কাটলেও সোনালি আঁশ সংগ্রহের জন্য তা জাগ দেওয়া (ভিজিয়ে আঁশ নরম করা) যাচ্ছে না। এ নিয়ে মহাবিপাকে পড়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার কৃষকরা। এ অবস্থায় পাটের প্রত্যাশিত দাম পাওয়া নিয়েও অনিশ্চয়তার মুখে রয়েছেন তারা।
পাট ‘স্বর্ণসূত্র’ নামে পরিচিত। এক সময় এই পাট ছিল প্রধান রফতানি পণ্য। কৃষিভিত্তিক অর্থনীতিতে পাটের ব্যাপক ভূমিকা ছিল। ‘বোনকে দেব পাটের শাড়ি মাকে দেব রঙিন হাঁড়ি’- খান মোহাম্মদ মঈনুদ্দীনের কবিতার এই পঙক্তি গ্রামীণ জীবনে পাটের কদর প্রমাণ করে। তবে সেই দিন আর নেই। সোনালি আঁশ পাট চাষে কৃষকের ভোগান্তি দিন দিন বাড়ছে। নানা কারণে অব্যাহত লোকসানের মুখে অনেক কৃষকই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মৌসুমে চারঘাট উপজেলায় ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল। তবে এ বছর চার হাজার হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে।
উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের কৃষকরা পাট কেটে জমিতে ফেলে রেখেছেন। জাগ দেওয়ার মতো জলাশয় পাচ্ছেন না। অনেকে দুই-তিন কিলোমিটার দূরে ব্যাপক টাকা গাড়ী ভাড়া দিয়ে পদ্মার শাখা বড়াল নদীতে পাট জাগ দেওয়ার চেষ্টা করছেন। তবে সবাই তা পারছেন না। ফলে এই এলাকার বেশির ভাগ চাষি দুশ্চিন্তায় রয়েছেন।
কালুহাটি গ্রামের কৃষক মোস্তফা জানান, প্রতি বছর ২/৩ বিঘা জমিতে পাট চাষ করলেও এ বছর মাত্র ১৮ কাঠা জমিতে পাঠ চাষ করেছি। সেই পাট কেটে জাগ দিতে না পেরে জমি থেকে ১৫০০ টাকা গাড়ী ভাড়া দিয়ে পদ্মার শাখা বড়াল নদীতে জাগ দিয়েছি। এতে পাটের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত আছি। এমন অভিযোগ করে ওই এলাকার কৃষক বাহাদুর রহমান জানান, প্রতি বছর আমি ৫/৭ বিঘা জমিত পাট চাষ করতাম। প্রতি বছরই পাট কেটে তা জাগ দেয়াসহ দাম নিয়ে অনিশ্চয়তার কারনে এ বছল মাত্র ১০ কাঠা জমিতে পাট চাষ করেছি। তাও আবার জাগ দিতে পারছিলাম না। পরে বাড়ীর পাশে ছোট একটা খাদে শেলো মেশিণ দিয়ে পানি দিয়ে সেখানে কোন রকম জাগ দিয়েছি। দাম কেমন পাবো আল্লঅহ জানে। এরকম চরম বেকায়দায় রয়েছেন চারঘাটের পাট চাষীরা। পাট জাগ দিতে না পেরেই চরম লোকসনের আশঙ্কা করছেন এখানকার কৃষকরা।
বিষয়টি সম্পর্কে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাইফুল্লা আহম্মেদ বলেন, পাট চাষ কিছুটা কম হলেও ফলণ হয়েছে বাম্পার। পাট জাগ দেয়া বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে। প্রাকৃতিক ভাবে বৃষ্টি না হওয়ায় কৃষকরা অল্প পানিতে পাট জাগ দিতে পারবেন। সামন্য ছোট ছোট গর্ত করে সেখানে কিছু পানি ও নিদ্রিষ্ট পরিমানে ইউরিয়া দিয়ে পাট জাগ দিলে অল্প পানিতেই পাট জাগ দেয়া সম্ভব বলে মনে করেন তিনি।