ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে দফায় দফায় বাড়ছে অস্বাভাবিক হারে কাঁচামরিচের দাম। বিশেস করে পাশাপাশি ভাবে বাড়ছে পেয়াঁজের দামও।
এছাড়াও বেড়েছে তেল চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম। এদিকে উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, যেখানে কাঁচামরিচ গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৫০/৭০ টাকা বেড়ে তা হয়েছে ২০০ টাকা কেজি।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারের বনিক সমিতির সদস্য রন্জু সরকার বলেন, বাজারে অহেতুক ভাবে দাম বাড়ানোর ব্যবসায়ীদের কোনো সুযোগ নেই।
এদিকে মাছ ব্যবসায়ী পুশান্ত হাওয়ালদার বলেন, ইলিশ মাছের দাম বাড়লেও নদী ও দেশিও জাতের মাছের দাম ক্রয়খমতার মধ্যেই রয়েছে। তবে বেড়েছে কাঁচামরিচের দাম।
অপরদিকে উপজেলার বাজার গুলো মনিটরিংয়ের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন মধ্যবিত্ত পরিবারগুলো।