ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট-বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ শীতকালীন শাকসবজি আসতে শুরু করছে। এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহের ব্যবধানে দাম নেমে এসেছে অর্ধেকে। যার কারনে ক্রেতা সাধারনের মাঝে শ্বস্তি ফিরতে শুরু করছে।
শনিবার উপজেলার হাটপাঙ্গাসী বাজার সহ বিভিন্ন হাট-বাজার ঘুরে জানা যায়, বর্তমানে প্রতি কেজি ফুলকপি প্রকার ভেদে ২০ টাকা থেকে ৩০ টাকা, বাধাকপি ১৫ টাকা থেকে ২০ টাকা, মূলা ১৫ টাকা থেকে ২০ টাকা, শিম ২৫ টাকা, বরবটি ৩৫ টাকা, বেগুন ২০ টাকা থেকে ৩০ টাকা, পটল ৩০ টাকা, করলা ৪৫ টাকা, শশা ৩০ টাকা, ঢেড়স ৩০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা থেকে ২০ টাকা, নতুন আলু ৩০ টাকা থেকে ৩৫ টাকা, পেঁপে ১২ টাকা থেকে ১৫ টাকা, ধনিয়া শাক ৮০ টাকা থেকে ১০০ টাকা, মূলা ১৫ টাকা, লাউ শাক ২০ টাকা থেকে ২৫ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা ও লাউ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ১৫ টাকা থেকে ২৫ টাকায়।
হাটপাঙ্গাসী বাজারে সবজি কিনতে আসা আব্দুললা প্রামানিক জানান, শীতকালীন শাকসবজি প্রায় সপ্তাহ দু’য়েক ধরে আমদানি হচ্ছে। শুরুর দিকে এসবের দাম আকাশচূম্বী হলেও বর্তমানে অর্ধেকে নেমে এসেছে।
বাজারের কয়েকজন খুচরা সবজি বিক্রেতারা জানান, সম্প্রতি বর্তমানে শীতকালীন সবজি ব্যাপক আমদানি হচ্ছে, দামও কমেছে অনেকটাই।
স্থানীয় কৃষি কর্মকর্তা বলেন, বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজির লখ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। এদিকে সবজির দাম কমায় শ্বস্থি ফিরতে শুরু করেছে নিম্মবিত্ত্ব পরিবার গুলোর মাঝে।