ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের শেষ মাথা ও সিরাজগঞ্জ সদর বহুলী ইউনিয়নের চর ইসলামপুর গ্রামের শওকত হোসেন নামের একজন কৃষক কীটনাশক মুক্ত সবজি চাষ করে সফলতা অর্জন করেছে।
রোববার সরেজমিনে গিয়ে শওকত হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আমি বিগত দশবছর যাবত আমার আটবিঘা ফসলী জমিতে লাও, বেগুন, মিষ্টি কুমড়া, আলু, মুলা, ফুলকপি, পাতাকপি সহ বিভিন্ন ধরনের সবজি কীটনাশক ছাড়াই চাষ করে আসছি এবং ভালো ফলন উৎপাদন করছি। সবজি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বলে ভালো দামে বিক্রি করতে পারছি। এতে আমার প্রতিমাসে সকল খরচ শেষে বিশ থেকে পচিঁশ হাজার টাকা আয় হচ্ছে। আমার দেখা দেখি এলাকার অনেকেই এখন সবজি চাষে ব্যাস্ত হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, সবজি চাষ আমার অর্থনৈতিক সফলতার চাকা ঘুরিয়ে দিয়েছে। বলতে পারেন, বতর্মানে এটি আমি পেশা হিসাবে বেছে নিয়েছি। আমি সরকারি ভাবে কৃষি বিষয়ক দপ্তর থেকে অর্থনৈতিক ভাবে সুযোগ সুবিধা সহ অনান্য সুযোগ সুবিধা পেলে আরও ব্যাপক পরিসরে উৎপাদন বাড়াতে পারবো।