ধূমকেতু নিউজ ডেস্ক : শুরুতেই হাসি রিয়াল মাদ্রিদের। কিন্তু সেই হাসি মিলিয়ে গেল ম্যাচ শেষে। দ্বিতীয় মিনিটে এগিয়ে গিয়েও যে ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো জিনেদিন জিদানের দলের।
চোট ও করোনার সমস্যায় রিয়াল এই ম্যাচে পায়নি সার্জিও রামোস, করিম বেনজেমা, কাসেমিরোসহ বেশ কয়েকজনকে। তারপরও শুরুটা দুর্দান্ত ছিল তাদের।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের ক্রস থেকে চোখ ধাঁধানো হেডে জাল কাঁপান দীর্ঘদিন পর শুরুর একাদশে সুযোগ পাওয়া মারিয়ানো।
শুরুতেই গোল খেলেও অবশ্য ঘাবড়ে যায়নি ভিয়ারিয়াল। বরং সমানতালে লড়তে থাকে। যদিও গোল শোধ করতে পারেনি প্রথমার্ধে।
৫৭তম মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন মোরেনো। তবে তার সে আক্ষেপ ঘুচে যায় ৭৬ মিনিটের স্পট কিকে।
সামুয়েল চুকওয়িজিকে ফাউল করেন কর্তোয়া, পেনাল্টি পায় স্বাগতিকরা। ১-১ গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল।শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এতে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ভিয়ারিয়াল ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।