ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন ফুটবল মৌসুমে মেয়েদের লিগ আরো জমজমাট ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করার পরিকল্পনা করেছে বাফুফে। বৃহস্পতিবার বাফুফে দুই বছরের যে সূচি ঘোষণা করেছে সেখানে ২০২১ সালের লিগ শুরু তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৩১ মার্চ। তার আগে ২০ থেকে ২৭ ফেব্রুয়ারিতে হবে দলবদল।
অনেক দিন পর ২০২০ সালে নারী ফুটবল লিগ আয়োজন করেছিল বাফুফে। শুরু হয়েছিল ২২ ফেব্রুয়ারি। করোনার কারণে মাঝে বন্ধ ছিল লিগ। ডিসেম্বরে পূণরায় শুরু করে শেষ করা হয়েছে ১৩ তারিখ। দুই মাসের মধ্যেই আরেকটি লিগের দলবদল শুরু করতে যাচ্ছে বাফুফের মহিলা উইং।
এবার লিগ হয়েছিল ৭ দল নিয়ে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব ছিল বসুন্ধরা কিংস, যারা অংশ নিয়েছিল এই লিগে। অভিষেকে চ্যাম্পিয়নও হয়েছে তারা। নতুন বছরে লিগ আরো জমজমাট ও প্রতিদ্বন্দ্বীতামূলক করতে দল বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাফুফে।
‘নতুন লিগে অংশ নেয়ার জন্য দুই একটি করপোরেট হাউজ থেকে সবুজ সংকেত পেয়েছি। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো যাতে আরো বেশি হয় সে চেষ্টাও থাকবে আমাদের। আমরা চাই প্রিমিয়ার লিগের বেশি ক্লাব অংশ নিক মেয়েদের লিগে’- বলছিলেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।
সর্বশেষ লিগে বসুন্ধরা কিংস ছাড়াও অংশ নিয়েছিল নাসরি স্পোর্টিং ক্লাব, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, এফসি উত্তরবঙ্গ, কুমিল্লা ইউনাইটেড, কাচারিপাড়া একাদশ ও সিলেট স্পার্টান এমকে গ্লাকটিকো এফসি।