ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে বলা আছে, ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্য থেকে কোনো ফ্লাইট ঢাকা আসলে তাদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশের নতুন ইংলিশ ব্যাটিং কোচ জন লুইস শুক্রবার পর্যন্ত ক্রিকেটারদের সাথে কাজ করার অনুমতি পাননি।
ওদিকে বার্বাডোজ থেকে ঢাকা আসার পথে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কানেক্টিং ফ্লাইট ধরতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। ১০ জানুয়ারি সকাল ১০টার দিকে রাজধানীতে পা রাখা ব্রেথওয়েট, জেসন মোহাম্মদরা ১৪ জানুয়ারি পূর্বনির্ধারিত সময়ে শেরেবাংলায় অনুশীলন করতে পারবে ক্যারিবীয়রা? হঠাৎ দেখা দিয়েছিল মৃদু সংশয়।
সে সংশয় কেটে গেছে। বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সময় মানে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত হোম অফ ক্রিকেট লাগোয়া বিসিবি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে ক্যারিবীয় ওয়ানডে আর টেস্ট দল।
এদিকে টাইগারদের নতুন ব্রিটিশ ব্যাটিং কোচ আজ পর্যন্ত জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে না পারলেও বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে জানান, ‘শুক্রবার থেকে জন লুইস ফ্রি। যেহেতু কাল জাতীয় দলের প্র্যাকটিস বন্ধ। ১৬ জানুয়ারি থেকে লুইস দলের সাথে কাজ করতে পারবেন।’
আগেই জানা, ঢাকায় পৌঁছে অন্তত ৪ দিন হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্যারিবীয়দের। চারদিন নিরাপদে থেকে এবং দুই দফা কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়ে তবেই না ১৪ জানুয়ারি অনুশীলন করলো ব্রেথওয়েট ও জেসন মোহাম্মদের দল।
আজ দুপুরে অনুশীলনে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে ক্যারিবীয় ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ খুব খুশি। স্বীকার করেন, ঢাকা পৌঁছানোর পরের তিনদিন হোটেলে কোয়ারেন্টাইনে আটকে থাকাটা মোটেই সহজ ছিল না।
বাংলাদেশ দল সাদা বলে ঘরের মাঠে সব সময় ভালো খেলে। এ সত্য জানা আছে জেসন মোহাম্মদের। ধরেই নিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের পথচলা সহজ হবে না। মুখে এ কথা, ‘বাংলাদেশ ভালো দল। তারা ঘরের মাঠে সাদা বলে ভালো খেলে। আমরা চ্যালেঞ্জ নিতে চাই।’
এ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের জন্য আসল লক্ষ্য কি থাকবে? জেসন মোহাম্মদ বলেন, ‘আসলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের তিন বিভাগে নিজেদের কাজগুলো যথাযথভাবে করতে পারাই আসল। সেই সাথে ধারাবাহিক থাকাও জরুরি। আমরা ওই তিন শাখায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই।’