ধূমকেতু নিউজ ডেস্ক : ১০ রানে ওপেনার সুনীল অ্যামব্রিসের উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন এই ম্যাচে অভিষেক হওয়া ওপেনার কেজর্ন ওটলি। তিনে ব্যাটিংয়ে নামা জশুয়া ডি সিলভার সঙ্গে গড়েন ২৬ রানের জুটি।
নিজের খোলস থেকে বেরিয়ে হাত খুলে খেলার চেষ্টা চালিয়ে যাওয়া ওটলিকে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন মিরাজ। দলীয় ৩৬ রানে ৪৪ বলে ২৬ রানে ফেরেন ক্যারিবীয় এ তরুণ ওপেনার। তার বিদায়ের পর মাত্র ৩ বলের ব্যবধানে মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত ডি সিলভা।
১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় সফরকারীরা।
ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসেই চতুর্থ বলে সাফল্য পান সাকিব আল হাসান। তার বলে বোল্ড হয়ে ফেরেন আন্দ্রে ম্যাককার্থি। তার বিদায়ে ৩৯ রানে ৪ উইকেট হারায় উইন্ডিজ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের।