ধূমকেতু নিউজ ডেস্ক : তার নিজের পারফরম্যান্স নিয়ে কোনো কথা নেই। অতিবড় সমালোচকও ব্যাটসম্যান মুমিনুল হকের সমালোচনা করতে পারবেন না। কি করে করবেন? টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি ১০ সেঞ্চুরি যে তারই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে দল হারলেও মুমিনুলের ব্যাট থেকে ঠিকই শতরান বেরিয়ে এসেছে। তারপরও হঠাৎ মুমিনুল খানিক প্রশ্নবানে বিদ্ধ।
কারণটা ব্যাটিং নয়, নেতৃত্ব। চট্টগ্রাম টেস্টে তার একাধিক রিভিউ না নেয়া এবং মাঠে ফিল্ডিং-বোলিংয়ের সময় নির্লিপ্ত থাকা নিয়ে হঠাৎ সরব সমালোচক গোষ্ঠী। মোদ্দা কথা, মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে এখন বাতাসে নানা কথা ।
সমালোচকরা যাই বলুক না কেন, দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার এবং মুমিনুলের অগ্রজপ্রতিম ক্রিকেটার তামিম ইকবাল অবশ্য সমর্থনই ব্যক্ত করলেন অধিনায়কে। আজ (শুক্রবার) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে কথা বলতে এসে মুমিনুলের পক্ষ নিয়েছেন তামিম। দেশের এক নম্বর ওপেনারের মতে, এ মুহূর্তে টেস্টে মুমিনুলই অধিনায়ক হিসেবে সবচেয়ে উপযুক্ত।
কেন উপযুক্ত, সেই ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, ‘টেস্ট অধিনায়কত্ব সহজ কাজ না। ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন, এটা একটা দিনের খেলা। টেস্ট অধিনায়কত্ব অনেক অনেক কঠিন।’
মুমিনুলের চিন্তাধারা, তার প্ল্যানিং, ফোকাস এবং ভবিষ্যত পরিকল্পনার প্রশংসা করে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় না, এখানে তার চাইতে বেটার কেউ আছে যে নেতৃত্ব দিবে। আমি শক্তভাবেই বিশ্বাস করি, মুমিনুল এই জায়গায় সঠিক ব্যক্তি। একটা জিনিস আপনাদের সবার মাথায় রাখতে হবে যে, সে খুবই তরুণ। সে ভুল করতেই পারে, এটা যে কোনো অধিনায়কই করে। আর সে এটা থেকে শিখবে। আমি নিশ্চিত সময়ের সাথে সাথে সে পরিণত হবে, অনেক ভালো কিছু দেখব সে করছে।’
মুমিনুল টেস্টকে সবচেয়ে গুরুত্ব দেন। তার ফোকাসটাও অনেক বেশি- একথা জানিয়ে টাইগার ওয়ানডে ক্যাপ্টেন বলেন, ‘আমাদের দলে টেস্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এমন কাউকে যদি চিহ্নিত করতে বলা হয়, তাহলে সেখানে মুমিনুলের নাম নিশ্চিতভাবে ওপরের দিকেই থাকবে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি, সে সঠিক ব্যক্তি।’
সিনিয়ররা মুমিনুলকে সাপোর্ট দেন কিনা? তাদের কথা মুমিনুল শোনেন কি? এমন প্রশ্ন করা হলে তামিমের জবাব, ‘আমরা তো অবশ্যই সাপোর্ট দিতে চাই, যখনই আমাদের কিছু বলার থাকে আমরা বলি। ও যেটা ভালো মনে করে ও সেটা নেয়। যেটা মনে করে এখন দরকার নেই, সেটা নেয় না। যেটা একজন অধিনায়কের জন্য ভালো দিক।’
তামিম যোগ করেন, ‘মাঝে মাঝে এমনও হয় যে, আমাদের মনে হয় ও যেটা সিদ্ধান্ত নিচ্ছে ওটা আমাদের অনুসরণ করা উচিৎ, আমরা সেটা অনুসরণ করি। এটা না যে, সিনিয়র হওয়ার কারণে সবসময় ওকে বলতে থাকব। সময় সময় যখন আমরা অনুভব করি, তখনই আমরা পরামর্শ দেই। সে শোনে, এটা না যে করে না। সব কথার শেষ কথা, সেই এই জায়গায় সঠিক ব্যক্তি।’