ধূমকেতু নিউজ ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা। আইপিএলের নিলামে ভাগ্য নির্ধারণ হবে বহু ক্রিকেটারের। কেউ হবেন কোটিপতি, কারও ভাঙবে আশা। চেন্নাইয়ে আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে তিনটায় শুরু হবে বিশ্ব ক্রিকেটের সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
মোট ১১১৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন নিলামের জন্য। সেখান থেকে ২৯২ জনকে বেছে নেয় দলগুলো। তাদের নিয়েই নিলাম হবে। তবে দলগুলোর খেলোয়াড় তালিকার যে চিত্র, তাতে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের। ১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই তাই দল পাবেন না।
বাংলাদেশ থেকে নিলামে নাম রয়েছে চার ক্রিকেটারের। তারা হলেন-সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের মধ্যে সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানের দল পাওয়ার জোর সম্ভাবনা থাকলেও বাকি দুজনের সম্ভাবনা খুব কম।
নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব। মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। মাহমুদউল্লাহ আছেন ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, ৫০ লাখের ক্যাটাগরিতে সাইফউদ্দিন।
আইপিএলের নিলামে শুরুর দিকেই নাম উঠবে সাকিব-মোস্তাফিজের। নিলামের ২ নম্বর সেটে রয়েছে সাকিবের নাম, ৪ নম্বর সেটে আছেন মোস্তাফিজ। তাদের তাই দল পাওয়ার সম্ভাবনাও বেশি।
সাইফউদ্দিন আছেন ১৯ নম্বর সেটে, মাহমুদউল্লাহর নাম উঠবে ৩২ নম্বর সেটে। দলগুলোর বিদেশি ক্রিকেটারের কোটা শেষ হয়ে যাওয়ার কথা তার আগেই। পরের দিকে সেটে থাকা ক্রিকেটারদের নাম নিলামে কেবল তখনই উঠবে, যদি কোটা বাকি থাকে এবং কোনো দল তখন আগ্রহ দেখায়।