ধূমকেতু নিউজ ডেস্ক : দুই বছর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় অর্ধশত লোক। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামের পাশে আল নূর মসজিদে সেদিন জুম্মা পড়তে গিয়েছিলেন মাহমুদউল্লাহ, তামিম ইকবালরা। মসজিদের কাছাকাছি যেতেই এক অপরিচিত নারী তামিমদের জানায় মসজিদে হামলার ঘটনা। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নিউজিল্যান্ড সফরে যাওয়া টাইগাররা।
সেসময় দেশটিতে চলা দুর্দিনের সাক্ষী টাইগাররা। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। কাজের ফলস্বরূপ প্রশংসাও কুড়িয়েছেন বেশ। দুই বছর পর আবারও সেই ক্রাইস্টচার্চে গিয়েছে টাইগাররা। সেখানেই তামিম ইকবাল কথা বলেছেন স্মৃতি নিয়ে।
তিনি জানিয়েছেন, ভয়াবহ ওই অভিজ্ঞতা ভুলতে বেশ সময় লেগেছিল তাদের। এটা কঠিন সময় ছিল আমাদের সবার জন্য। বিশেষত যারা তাদের পরিবারের সদসদ্যের হারিয়েছে তাদের জন্য। আমরা কেবল তাদের জন্য প্রার্থনা করতে পারি। কিন্তু আমাদের সামনে তাকাতে হবে। এটি সম্ভবত আমার চতুর্থ বা পঞ্চমবার নিউজিল্যান্ড সফর।
সুযোগ পেলে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জেসিন্ডা আরডানের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তিনি।