ধূমকেতু নিউজ ডেস্ক : অফ স্পিনিং অলরাউন্ডারর রবিচন্দ্রন অশ্বিন ছাড়া ভারতের টেস্ট দল কল্পনাই করা যায় না। সম্প্রতি টেস্টে দ্বিতীয় বোলার হিসেবে দ্রুততম ৪০০ উইকেটশিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শ্রীলংকার লিজেন্ড মুত্তিয়াহ মুরালিধরনের পরই তার অবস্থান
এ রেকর্ডের পর অশ্বিনকে কিংবদন্তি বলে ডাকছেন খোদ ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।
অথচ সেই অশ্বিনকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দলে নিতে আগ্রহী নন কোহলি।
ভারত অধিনায়কের মতে, রঙিন পোশাকের দলে অশ্বিনকে নেওয়ার জায়গায়ই নেই। তার বদলে ওয়াশিংটন সুন্দরে আস্থা কোহলির।
যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ৩২ উইকেট শিকার করে সিরিজসেরা হওয়া অশ্বিন। দলে জায়গা হয়েছে সুন্দরের।
এর ব্যাখ্যায় বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোহলি জানান, একই মানের দুই ক্রিকেটারকে দলে নেওয়া সম্ভব নয় তাদের।
বলেন, ‘ওয়াশিংটন খুব ভালো খেলছে। দলে একই সামর্থ্য ও মানের দুই জনকে নেওয়া যায় না। যতক্ষণ না ওয়াশি (সুন্দর) খুবই বাজে একটি মৌসুম পার করে এবং সময় খারাপ যায়। অ্যাশকে (অশ্বিন) দলে নিয়ে কোথায় খেলাব? যেখানে ওয়াশিংটন সুন্দরের মতো একজন ওই কাজটিই করছে দলের জন্য। প্রশ্ন করা সহজ, তবে এর জন্য যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে।’
প্রসঙ্গত ভারতের হয়ে অশ্বিন সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৭ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর তাকে আর রঙিন পোশাকে দেখা যায়নি। লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও চায়নাম্যান কুলদিপ যাদব ওয়ানডেতে ভারতের প্রথম পছন্দ। এবার টি-টোয়েন্টিতে ওয়াশিংটন সুন্দরকে নিলেন নির্বাচকরা।
ভারতের হয়ে ১১১ ওয়ানডে ও ৪৬ টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৫০ ও ৫২ উইকেট নিয়েছেন অশ্বিন। অভিজ্ঞতার দিক থেকে তার থেকে বেশ পিছিয়ে ২৬ টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলা সুন্দর।