ধূমকেতু নিউজ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আগে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে স্বাগতিক ভারত।
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত।
১.২ ওভারে স্কোর বোর্ডে মাত্র ২ রান রান যোগ করতেই আউট লোকেশ রাহুল। দলীয় ৩ রানে নেই অধিনায়ক বিরাট কোহলির উইকেট। সবশেষ পাঁচ ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিনবার শূন্য রানে ফেরেন ভারতীয় এ অধিনায়ক।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি অন্য ওপেনার শেখর ধাওয়ান। ৫ম ওভারের শেষ বলে দলীয় ২০ রানে ফেরেন ধাওয়ান।
মাত্র ২০ রানে দলের সেরা তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে জিতে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা ভারত টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে বিপদে পড়েছে।