ধূমকেতু নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শোচনীয় হারের পর আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ। জিততে হলে ব্ল্যাককপসদের করতে হবে ২৭২ রান।
আজ ম্যাচের শুরুতে কোনো রান না করেই আউট হয়েছেন ওপেনার লিটন কুমার দাস। তাকে সাজঘরে ফেরান কিউই পেসার ম্যাট হ্যানরি।
দ্বিতীয় উইকেটে খেলতে নামা সৌম্য সরকার তামিমের সঙ্গে গড়েন ৮১ রানের ইনিংস। মিচেল সান্টনারের বলে আউট হন সৌম্য। করেছেন ৩২ রান।
তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন টাইগার অধিনায়ক। সেই সঙ্গে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারে ৫০তম ফিফটি। নিজের ভুলে রান আউট হয়েছেন ৭৮ রানে। মুশফিক আউট হন ৩৪ রানে। মিথুন অপরাজিত ছিলেন ক্যারিয়ার সেরা ৭৩ রানে।
নিউজিল্যান্ডের পক্ষে সান্টনার নেন ২ উইকেট। বোল্ট, হেনরি, জেমিসন নেন ১টি করে উইকেট।