ধূমকেতু নিউজ ডেস্ক : নেপালের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় ফুটবল সিরিজে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
নেপালের বিপক্ষে এ নিয়ে টানা দ্বিতীয় ড্র করল বাংলাদেশ। গত নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই প্রীতি ম্যাচের সিরিজের প্রথমটিতে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র।
শনিবারের এই ম্যাচের আগেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় আর এক ড্রয়ে পয়েন্ট ৪। সমান ম্যাচে অংশ নিয়ে উভয় খেলায় গোলশূন্য ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে নেপাল।
শনিবার খেলার ৩৬তম মিনিটে জামালের ফ্রি কিকে মানিক হোসেন মোল্লার দুটি হেড প্রতিহত হয়। মেহেদী হাসানের ফিরতি শটও উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
৭৭ মিনিটে বিপলুর ছোট পাস ধরে ইয়াসিন আরাফাতের ক্রসে আব্দুল্লাহ ঠিকঠাক হেড নিতে পারেননি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আগামী সোমবার বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে।