ধূমকেতু নিউজ ডেস্ক : মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতেও। রমজানের প্রথম দিনে তুরস্কে দ্বিতীয় স্তরের এক লিগ ম্যাচ চলাকালে ইফতারের সময় হয়। তখন ৫ মিনিটের জন্য খেলা বন্ধ রেখে ইফতার করতে দেখো গেছে বেশ কয়েকজন ফুটবলারকে।
মঙ্গলবার তুরস্কের গিরেসান শহরে টিটিএফ ফাস্ট লিগের ম্যাচে মাঠে নেমেছিল গিরেসানপোর ও আঙ্কারা কেসিওরেগুচু। কোটানাক স্টেডিয়ামে ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় স্বাগতিক গিরেসান।
ম্যাচের তখন সবে ১০ মিনিট। আযানের ধ্বনি শুনতেই খেলা থামিয়ে দেন ক্লাবটির ফুটবলাররা। কলা, খেজুর ও পানি দিয়ে মাঠে বসেই ইফতার সম্পন্ন করেন। রোজা অবস্থায় অনেক অ্যাথলেটই খেলা চালিয়ে যান। ৫ মিনিট ইফতারের বিরতির পর আবারও শুরু হয় ম্যাচ।
যদিও ম্যাচটি ২-১ গোলে হেরেছে আঙ্কারা। এর আগে ম্যাচ চলাকালে ইফতার করে আলোচনায় এসেছিলেন আয়াক্সের দুই মুসলিম ফুটবলার হাকিম জিয়েচ ও নুসাইর মাজরুইয়ের।