ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করা হয়। এতে ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ৭ টি দল খেলায় অংশগ্রহণ করে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, ২০২১ সালে বাংলাদেশকে মাধ্যম আয়ের দেশে উন্নীতকরণ এবং ২০৪১ সালে উন্নত দেশের মর্যাদা লাভের লক্ষ্যে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) নীতিমালা-২০১৮ প্রণয়ন করেছেন। এই নীতিমালার আলোকে দেশব্যাপী ফুটবল টুর্ণামেন্ট সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার নিমিত্তে একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী এ টুর্ণামেন্ট সফলভাবে বাস্তবায়িত হলে এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে দেশ।