ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস এএফসি কাপের স্বাগতিক আয়েজক হতে পারল না। গ্রুপ ডি এর ম্যাচ গুলা আয়োজিত হবে মালদ্বীপে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এএফসি। বসুন্ধরা কিংস এএফসিকে আবেদন করলেও তা আমলে নেয়নি।
স্বাগতিক হওয়ার জন্য এএফসিকে বসুন্ধরা আবেদন করেছিল ৫ জুলাই নির্ধারিত সময়ের মধ্যে। এরপর এএফসি বাংলাদেশ ফুটবল ফেডারশনকে (বাফুফে) সরকারের কিছু অনুমতি পত্র নিয়ে ১৪ জুলাইয়ের মধ্যে ফিরতি চিঠি দিতে বলে। তবে দেশের সর্বোচ্চ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চিঠি দিতে ব্যর্থ হয়। মালদ্বীপ অবশ্য ডেটলাইনের মধ্যেই ফিরতি চিঠি দেয়ায় স্বাগতিক হিসাবে এগিয়ে যায়।
যার ফলে আগামী ১৫ আগষ্ট থেকে মালদ্বীপের মালেতে শুরু হবে গ্রুপ ডি এর ম্যাচ গুলো। যেখানে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং প্লে-অফ থেকে আসা একটি দল। প্লে অফ খেলবে ভারতের বেঙ্গালুরু এফসি এবং মালদ্বীপের ক্লাব ঈগলস।