ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই ঢাকায় আসে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এই সিরিজের জন্য রোববার মধ্য রাতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলে আছেন ১৭ জন ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে যারা সিরিজ শেষ করে দেশে ফিরে এসেছেন তারা সবাই আছেন এই স্কোয়াডে। তবে হাটুর ইনজুরিতে নেই ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল আর জৈব সুরক্ষা থেকে বের হওয়ার কারণে নেই মুশফিকুর রহিম।
আগামী ৩ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ।
একনজরে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।