ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাথমিকভাবে দুইটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকে দুই দলে ভাগ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে প্রস্তুতি ম্যাচগুলো। আজ (মঙ্গলবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের শেষ দিন।
মাঠের ক্রিকেটে ফেরা হলেও, এ ম্যাচগুলো নিছকই প্রস্তুতির অংশ বলা চলে। যেখানে নেই কোন প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা। তাই প্রস্তুতির এই অংশটাকে খানিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে তিন দলের ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা শুরু হবে আগামী রোববার (১১ অক্টোবর) রোববার।
আগেই জানা, জাতীয় দল ও এইচপি ইউনিটে থাকা খেলোয়াড়দের নিয়ে তিন দলের অংশগ্রহণে একটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে এবং আগামী ১১ অক্টোবর শুরু হবে এ সিরিজের খেলা। এ সিরিজটি হবে ডাবল লেগ পদ্ধতিতে অর্থাৎ একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে দলগুলো। সবমিলিয়ে সাত ম্যাচের এই সিরিজের ফাইনাল হবে ২৩ অক্টোবর।
তবে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের নাম ঘোষণা হয়নি। এমনকি জানা যায়নি, তিন দলের স্কোয়াডে থাকছেন কারা অথবা নেতৃত্বই বা দেবেন কোন তিনজন। যেহেতু আজই শেষ হয়ে যাচ্ছে দুইদিনের ম্যাচের প্রস্তুতি পর্ব, তাই সবার আগ্রহের কেন্দ্রে এখন তিন দলের ওয়ানডে সিরিজটিই।
কবে জানা যাবে এ বিষয়ে বিস্তারিত? এমন প্রশ্ন রাখা হয়েছিল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। মঙ্গলবার সকালে জাগো নিউজকে জানালেন, ‘আমাদের কাজ শেষ, খেলোয়াড় বাছাই চূড়ান্ত। এখন দলের নামকরণ কী হবে, অধিনায়ক কারা হবেন তা বোর্ডের ব্যাপার। তবে তিন দলের খেলোয়াড় তালিকা আজই ঘোষণা করা হবে।’
এটুকু তথ্য জানালেও, কারা থাকছেন তিন দলে? বা অধিনায়ক সম্পর্কিত কোনো আভাস দেননি প্রধান নির্বাচক। তবে বোর্ডের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিন দলের মধ্যে দুই অধিনায়ক চূড়ান্ত। স্বাভাবিকভাবেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রায় নিশ্চিত।
এখন অপর দলের অধিনায়কত্ব নিয়েই চলছে যত আলোচনা। যেখানে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও নির্ভরতার প্রতীক মুশফিকুর রহীম কিংবা স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের নামই চলে আসছে বারবার। শেষপর্যন্ত কাকে দেয়া হয় অধিনায়কত্ব- সেটিই এখন দেখার। যা জানা যাবে আজ বিকেলের মধ্যেই।